প্রকাশিত: Thu, Dec 15, 2022 5:43 PM
আপডেট: Wed, Jul 2, 2025 9:49 AM

মার্কিন রাষ্ট্রদূতকে হেনস্তার সরকার জড়িত, অভিযোগ বিএনপির

খালিদ আহমেদ: তেজগাঁওয়ের শাহীনবাগের নিখোঁজ বিএনপির নেতা সাজেদুল ইসলাম সুমনের বাসার বাইরে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে যে ঘটনা ঘটেছে তা দুঃখজনক বলে মন্তব্য করেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। 

বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আওয়ামী দুঃশাসনের যে অপরাজনীতি তা থেকে বিদেশিরাও আজ নিরাপদ নয়। মার্কিন রাষ্ট্রদূতকে হেনস্তার ঘটনায় সরকার জড়িত। প্রিন্সের দাবি, মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে এই ঘটনার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও পররাষ্ট্রমন্ত্রী যে ভাষায় বক্তব্য দিয়েছেন তাতে প্রমাণ হয় এর সঙ্গে তারা জড়িত। 

তারাই উসকানি দিয়ে, সেখানে লোক পাঠিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের পতাকাবাহী গাড়িতে আঘাত করেছে। রাষ্ট্রদূতকে হেনস্তা করা হয়েছে। এর আগেও সাবেক মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের গাড়িতে এই সরকারের নির্দেশে হামলা করা হয়েছে। এই কথা কেউ ভুলে যায়নি। সম্পাদনা: সালেহ্ বিপ্লব